Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Two trucks including maize lost in separate incidents were recovered in Lalmonirhat district
Details
লালমনিরহাট জেলায় পৃথক ঘটনায় খোয়া যাওয়া ভুট্টাসহ দুইটি ট্রাক উদ্ধার গত ২৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ জনৈক মোঃ আবু আমির হোসেন বাবু অভিযোগ করেন যে, গত ০৭/০৬/২০২১ খ্রিঃ তারিখে তাহার নিজ গোডাউন হইতে প্রায় ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ভুট্টা সহ একটি ট্রাক “নিউ হোপ ফিড মিলস বাংলাদেশ লিমিটেড, ভাঙ্গাহাতী, শ্রীপুর, মাওনা, গাজীপুর” এর উদ্দেশ্যে প্রেরণ করেন। পথিমধ্যে উক্ত ট্রাকের ড্রাইভার ও হেলপার পরস্পরে যোগসাজশ করিয়া উক্ত মালামাল গন্তব্য স্থানে পৌঁছাইয়া না দিয়ে অন্যত্র বিক্রয় করিয়া অর্থ আত্মসাৎ করে। বাদীর উক্তরুপ অভিযোগের প্রেক্ষিতে হাতীবান্ধা থানার মামলা নং-২৪, তারিখঃ ২৪/০৬/২০২১ খ্রিঃ, ধারাঃ ৪০৬/৪২০/৩৪ দঃবিঃ রুজু করা হয়। উক্ত ট্রাকসহ প্রতারক চক্রের মূল হোতা উক্ত ট্রাকের ড্রাইভারকে সনাক্ত করে ট্রাক চালক মোঃ সোহেল মিয়া (৩৫) এবং প্রতারণার কাজে ব্যবহৃত ট্রাক জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হইতে আটক করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করিলে আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত ২৮/০৬/২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় জনৈক মোঃ ফারুক হোসেন (৪৮), জনৈক মোঃ আকবর আলি’র গোডাউন ঘর হইতে ৩,৫৪,৫২৮/- (তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত আটাশ) টাকা মূল্যের ভুট্টা ক্রয় করিয়া ভুট্টাগুলো একটি ট্রাকে লোড দিয়ে চালান মোতাবেক “প্যারাগন ফিড লিমিটেড, গাজীপুর” এর উদ্দেশ্যে পাঠিয়ে দেন। উক্ত ট্রাকের ড্রাইভার মোঃ শরীফুল ইসলাম ট্রাকটি গন্তব্য স্থানে পৌঁছাইয়া না দিয়ে অন্যত্র বিক্রয় করিয়া প্রতারণা করিয়া টাকা আত্মসাৎ করে। বাদীর উক্তরুপ অভিযোগের প্রেক্ষিতে পাটগ্রাম থানার মামলা নং-১৭, তারিখঃ ২৬/০৭/২০২১ খ্রিঃ, ধারাঃ ৪০৬/৪২০ দঃবিঃ রুজু করা হয়। পরবর্তীতে পাটগ্রাম থানার একটি চৌকস টিম রংপুর জেলার মিঠাপুকুর থানার লতিফপুর ইউনিয়ন এলাকা হইতে প্রতারণার কাজে ব্যবহৃত ট্রাক এবং উক্ত ট্রাকের মালিক মোঃ রফিকুল ইসলাম কে গ্রেফতার করে হয়।
Images
Attachments
Publish Date
01/08/2021
Archieve Date
31/12/2022