শিরোনাম
২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার
বিস্তারিত
#_২৯_কেজি_৫০০_গ্রাম_গাঁজাসহ_০২_জন_গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট-এর ০৮/০৭/২১ তারিখ রাত্রিকালীন অভিযানে লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউপির পূর্ব দালাল পাড়া মৌজাস্থ ০৯ নং ওয়ার্ডের অন্তর্গত মোঃ সোলেইমান(৫০)-এর ভাংগাড়ি দোকানের অনুমান ৭০০ গজ পূর্বে মোস্তফি টু তিস্তা টোল প্লাজা গামী পাকা রাস্তার উপর থেকে পিকআপ গাড়ির বডি হতে ২৯(উনত্রিশ) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ আটক করা হয়। এই সংক্রান্তে লালমনিরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধারকারী এসআই (নিঃ)/মোঃ মাহমুদুল হাসান, এএস আই/মোঃ মোস্তফা।